সীমান্ত হত্যা ন্যক্কারজনক ঘটনা বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী।চোরাচালান বন্ধ করতে হবে। চোরাচালানের কারণে সীমান্ত হত্যার ঘটনা ঘটছে।
সোমবার (১৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় দিনাজপুর শহরের রায়সাহেব বাড়িতে শ্রী শ্রী লোকনাথ মন্দির মাল্টিপারপাস কমিউনিটি হলের উদ্বোধন ও সুধী সমাবেশ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।
এর আগে দিনাজপুরের কাহারোল উপজেলার ঐতিহাসিক কান্তজীউঁ মন্দির পরিদর্শন করেন দোরাইস্বামী। সোমবার সকাল ১১টায় মন্দিরটি পরিদর্শন করেন তিনি। এই সময় তার সঙ্গে মন্দির পরিদর্শনে আসেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মনোরঞ্জন শীল এমপি।
ঐতিহাসিক কান্তজীউঁ মন্দির পরিদর্শনকালে বিক্রম কুমার দোরাইস্বামী ও সংসদ সদস্য মনোরঞ্জন শীল এমপি
এছাড়াও উপস্থিত ছিলেন ভারতীয় হাইকমিশনের রাজশাহী মিশনের সহকারী হাইকমিশনার সঞ্জীব কুমার ভাটী, কাহারোল উপজেলা নির্বাহী অফিসার মনিরুল হাসান দিনাজপুর প্রেস ক্লাবের সভাপতি স্বরুপ কুমার বাচ্চুসহ প্রমুখ।