ফেসবুক, মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে বলে এর ব্যবহারকারীরা টুইটারে অভিযোগ করেছেন। অনেকে জানিয়েছেন, তারা কোনো পোস্ট করতে পারছেন না, আবার অনেকে লগ-ইন করতে না পারার সমস্যার কথা বলেছেন।
ডাউনডিটেক্টর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, যুক্তরাজ্যে হাজার হাজার ফেসবুক মেসেঞ্জার ব্যবহারকারী তাদের অ্যাপ ব্যবহারে সমস্যায় পড়েছেন।
প্রতি মিনিটে প্রায় ২ হাজার ৪০০ মেসেঞ্জার ব্যবহারকারী এ সমস্যায় পড়েন। লগইন করতে, বার্তা পাঠাতে কিংবা কল করতে না পারার অভিযোগ করেন এই সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা।
বৃহস্পতিবার যুক্তরাজ্যের স্থানীয় সময় সকাল সাড়ে ৯টা থেকে এ ধরনের সমস্যা দেখা দিয়েছে বলে জানিয়েছে জনপ্রিয় আউটেজ ট্র্যাকিং পোর্টাল ডাউন ডিটেক্টর। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো বিবৃতি প্রকাশ করেনি।
এদিকে বেশ কয়েকজন ফেসবুক ব্যবহারকারী জানিয়েছেন, বৃহস্পতিবার সন্ধ্যা থেকে বাংলাদেশেও মেসেঞ্জার ব্যবহারে সমস্যা দেখা দিচ্ছে। মেসেঞ্জারে চ্যাট করা বা লিংক শেয়ার করা যাচ্ছে না।