দুই মেয়ের পর এবার ছেলে সন্তানের বাবা হয়েছেন বাংলাদেশি ক্রিকেটার সাকিব আল হাসান। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘর আলো করে তৃতীয় সন্তানের জন্ম হয়।সাকিব আল হাসানের পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম দুই সন্তান মেয়ে হলেও এবার তিনি হয়েছেন পুত্রসন্তানের বাবা। নবজাতক এবং সাকিবের স্ত্রী—দুজনই সুস্থ আছেন বলে জানা গেছে। সাকিব বর্তমানে যুক্তরাষ্ট্রের উইসকনসিনের মেডিসন শহরে পরিবারের সঙ্গেই আছেন। সন্তানের জন্মের সময় স্ত্রীর পাশে থাকতেই বাংলাদেশ দলের সঙ্গে নিউজিল্যান্ড সফরে যাননি তিনি।
তৃতীয় সন্তান আসছে, গত জানুয়ারিতে সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি সাকিব প্রথম প্রকাশ করেন। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সাকিব তাঁর এবং স্ত্রী শিশিরের একটি ছবি পোস্ট করেন, যাতে বোঝা যাচ্ছিল শিশির সন্তানসম্ভবা। সাকিব তাঁর পোস্টে লিখেছিলেন, ‘নতুন বছর, নতুন শুরু, নতুন সংযোজন। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা।’
অবশেষে নতুন বছরের সেই অতিথি এলো যুক্তরাষ্ট্র সময় গতকাল সোমবার। এর আগে গত বছরের ২৪ এপ্রিল দ্বিতীয় সন্তানের বাবা হন সাকিব। মেয়ের নাম রাখেন এরাম হাসান। সাকিবের প্রথম সন্তান আলাইনার জন্ম ২০১৫ সালে।